পাগল

সংগমের অনুভুতির মতোই
এক অনন্য অনুভুতি নাকি মারিজুয়ানায়
সে অনুভুতি নাকি মদেও পাওয়া যায়
ধার্মিকরা তেমন অনুভুতি নাকি নামাজেই পায়
কেউ কেউ পবিত্র কোরানেও এক অনন্য অনুভুতি পায়।

কিন্তু তুমি আশ্চর্য হবে এই কথা শুনে যে,
শতভাগ মিথ্যে কথা বলা হয় পবিত্র কোরান ছুঁয়ে আদালতে
আর শতভাগ সত্য কথা বলা হয় মাতালের পানশালায়।

তাহলে কখোন কোথায় কোন অনুভুতি,
অনুভুতি বলতে যদি আসলে সময়কে বুঝায়
তাহলে সত্য মিথ্যা নির্নয় পাগলামির শামিল
পাগল?
হ্যা পাগল ছাড়া সৃষ্টি হয় না
স্বাভাবিক আসলে স্বাভাবিক
সৃষ্টি অস্বাভাবিক,
সৃষ্টি।
ভগবান?
সেতো মহাপাগল
মহাবিসশ্ব নিয়ে পাগলামি করছে।

অথবা মাঝেমধ্যে একটু অস্বাভাবিক হও, পাগল হও।

3 thoughts on “পাগল

  1. শতভাগ মিথ্যে কথা বলা হয় পবিত্র কোরান ছুঁয়ে আদালতে
    … আর শতভাগ সত্য কথা বলা হয় মাতালের পানশালায়। ___ কঠিন সত্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অন্যের লিখায় পাঠক না হওয়া অথবা নিজের লিখায় মন্তব্যের উত্তর না দিলে আমার মনে হয় পাঠক সংখ্যা কমে যায়। Smile

    শুভ সকাল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।