অবিশ্রান্তির সন্ধানে

285ab

তোমাকেই ভালবেসেছিলাম অবিরাম – বিগত বসন্তে
তোমাকেই আঁকড়ে রেখেছিলাম অবিরাম- অনন্ত শীতে।

অবিরাম নাম ধরে ডেকেছিলাম – কোকিলের কণ্ঠে
উদাম গ্রীষ্মে ভরে খুঁজেছিলাম রুধীরাক্ষের মদিরা স্রোতে।

সূর্য প্রণাম থেকে সন্ধ্যাবাতি, অবিরাম ধ্যানে ছিলাম অশ্রুমতি
তোমার সন্ধানে ডুবেছি অবিরাম- হৃদয়ের গহীনে অজস্র পঙক্তি।

অতৃপ্ত নয়নে পুড়েছে অবিরাম – তাম্র তপোবনের শাখা, বিদগ্ধ রাতে
নগ্নতার উত্থান -পতন, ভিক্ষে চেয়েছি জীবন; আপন রক্ত মাখা হাতে।

অবিরাম উপেক্ষিত হয়ে আসছি সেই জন্ম জন্মান্তরের পরতে পরতে
কবেকার প্রাণের স্পন্দন থমকে আছে আজো ; অচেনা শঙ্খ- শালিকের ঠোঁটে।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “অবিশ্রান্তির সন্ধানে

  1. অবিরাম উপেক্ষিত হয়ে আসছি সেই জন্ম জন্মান্তরের পরতে পরতে
    কবেকার প্রাণের স্পন্দন থমকে আছে আজো ; অচেনা শঙ্খ- শালিকের ঠোঁটে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।