তোমাকে মেঘে ভরা একটি আকাশ দেবো। নেবে?
তোমাকে ক্ষেত ভতি কাশফুল দেব। নেবে, দেখো ভেবে!
মন রাঙিয়ে দেব রঙধনু রঙে,
সুখ শিহরণ তুলে দেব সারা অঙ্গে।
তুমি আমায় কী দেবে বলতো, দেবে কিছু?
একটা কিছু নেবোই বন্ধু, ছাড়বো না পিছু!
তুমি আমায় দাও একটি পাহাড়
দেবে ঝর্ণা, রঙধনুর রঙবাহার?
তুমি আমায় দিয়ো একটি সমুদ্দুর,
দিতে পারো দুপুরের এক মুঠো রোদ্দুর;
আমি তোমায় বনিল মেঘমালা দিতে পারি,
দিতে পারি স্বচ্ছ পুকুর জল,
সুখে ভরে দিতে পারি মনের বাড়ি।
তুমি কী নেবে আকাশের কালো মেঘ
দেবে আমায় ভালোবাসার দুফোঁটা আবেগ?
তোমাকে দিতে পারি অঝোর বৃষ্টি,
তুমি একবার চোখে রাখবে দৃষ্টি?
তোমাকে দিতে পারি প্রেম
ভালোবাসা চাই, চাই না দা্ও হেম
আকাশের মত মন আমার, করে নেবে আপন?
বিজলি যেমন চমকায়. একবার দেবে এমন
প্রেমের কাঁপন?
চাই একটি দীঘি দা্ও আমায়, অথবা ঝিল,
যেখানে জলের আয়নায় দেখবো
আকাশের উড়ন্ত চিল
একটি সান বাঁধানো ঘাট দিয়ো,
আমি তোমায় শরতের আকাশ দেব প্রিয়।
(স্যামসাং এস নাইন প্লাস, চুনারুঘাট)
তুমি কী নেবে আকাশের কালো মেঘ
দেবে আমায় ভালোবাসার দুফোঁটা আবেগ?