বুইলেন মোয়াই আমরা একা কিছু খাই না
আমরা দিয়ে থুয়ে খাই।
চারদিকে যত ল্যাংড়া লুল্লু
চারদিকে যত আগাছার ঝুণ্ড
কাজে লাগে পাঁচ বছর পর
তবুও …
বুইলেন মোয়াই আমরা একা কিছু খাই না
আমরা দিয়ে থুয়ে খাই।
ছড়িয়ে রেখেছি বঁড়শিতে গেঁথে
লক্ষ্মী – বিধবা – কন্যা – সাইকেল
ছড়িয়ে রেখেছি ফ্ল্যাটের নাইটগার্ড
বাজারের নীলাম – ফাটকা – সাট্টা
দুয়ারে পৌঁছে দিই হরেক আশার ফুলঝুরি
বুইলেন মোয়াই আমরা একা কিছু খাই না
আমরা দিয়ে থুয়ে খাই।
সাহসীদের জন্যে কয়লা – গরু – বালি
এমনকি কচিকাঁচা মেয়েও
তোলো আর প্যাক করে দাও
ছাত্রছাত্রীদের জন্যে ফেস্ট
কবিদের অ্যাকাডেমিক গেস্ট
ফিল্মের জন্যে রুটির টুকরো
নিউজ চ্যানেলের বিজ্ঞাপন হিসেব মত
এছাড়াও কিছু সাম্মানিক পদ টদ
একা তো খাচ্ছি না
এভাবেই চলে
এভাবেই নেমে আসে একের পর এক স্বপ্ন
এভাবেই সিণ্ডিকেট – দালাল – মাফিয়ার
হুইস্কির গ্লাসে অবিশ্রাম গাঠবন্ধন
আর পাঁচ বছর কেটে গেলে চলে
পরস্পরের সম্পত্তির হিসাব
আসলে কী জানেন –
বুইলেন মোয়াই আমরা একা কিছু খাই না
আমরা দিয়ে থুয়ে খাই।
এভাবেই চলে —
এভাবেই নেমে আসে একের পর এক স্বপ্ন …