আগুনে যখন ঝলসে যাচ্ছে গায়ের চামড়া
আমি নানা বাড়ির পুকুরে সাঁতার কাটছি।
পুকুরের জলে শৈশব ভেসে থাকতো
আড়াই ঘন্টা সাঁতারেও ক্লান্তি নেই, ঘাট থেকে
মা ডাক দিত ‘উঠে আয়, জ্বর এসে যাবে’
তবু উঠতাম না দেখে মামা পুকুরে নেমে
তুলে আনত। পরের দুদিন জ্বর। তখন অন্য আহ্লাদ।
আগুনে চামড়া ঝলসে যাচ্ছে, কেউ ডেকে বলছে না
‘উঠে আয়, কয়লা হয়ে যাবি’। আড়াই ঘন্টা পুড়ছি
বাঁচাতে মা কিংবা মামা ছুটে আসছে না।
কথা কাব্যে যাপিত জীবনের গল্পে মুগ্ধ হলাম প্রিয় কবি আবু মকসুদ ভাই।