না বলা কথা

Unti

যে কথাটি হয়নি বলা;
তা রেখেই দিতে সংগোপনে,
এত দিন পর কেন সুপ্তাগ্নিকে জাগালে প্রজ্জলনে?

সে দিন জ্বালিয়েছ নিরবতায়
আজ জ্বলছি ব্যাকুলতায়,
সেটা কি শুধুই ভুল ছিল, নাকি অন্য কিছু;
ছুটে ছিলে কোন আলেয়ার পিছু পিছু?
এই ভুলের মাশুল কি আজও গুনে যাবে?
বেলা অবেলা সারা বেলায়!

পাষাণে বেঁধেছিলে হৃদয় সেদিন,
আজ এই পরিণতির দায় সহা বড়ই কঠিন।
অভিমানগুলো দহনে দহনে ছাঁই হয়ে
পরিণত হয়েছে নিদারুণ অন্তর জ্বালায়,
ছুড়ে ফেলেছিলে যে ফুল অবজ্ঞার মত্ত খেলায়;
মালা হয়ে দুলছে এখন অন্য কারো গলায়।

সেদিনের লেখা বিরহের অক্ষরে পদ্য
আজ গদ্যে হলো প্রতীয়মান,
তাতে জীবনের কি লাভ, কিসে হলো মহীয়ান ?
আর কি ফিরে পাওয়া হবে সে সময়, ফুটবে সেই ফুলে বৃতি,
সে চৈত্র দুপুরের হাহাকার, শীতের সকালের বুনা স্বপ্নস্মৃতি!

সেদিনের সেই ঘ্রাণ সুভিত ঝরা ফুল
পূণঃঅঙ্কুরিত হয়ে সেজেছে নতুন বাগিচায়,
ঈষৎ পুষ্পরস যে সঞ্চিত হয়ে মধুকুঞ্জে পরিণত হবে
তাতো ছিল না কারো জানায়।

আজই এই বেলায়,
ক্লান্ত তুমি!
জীবনের কাছে কেন করলে পরাজয়,
কেন করে যাচ্ছ ভাল থাকার মিছে অভিনয়?

@’গহীনে শব্দ’ কাব্যগ্রন্থ থেকে নেয়া@

মোঃ সুমন মিয়া সম্পর্কে

মো: সুমন মিয়া ১৯৮৮ সালের ১২ অক্টোবর কুমিল্লা জেলার চান্দিনা থানার শুহিলপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা: মৃত মকবুল হোসেন, মাতা: আনোয়ারা বেগম। ইংরেজী সাহিত্যে স্নাতক , ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (আইবিএ) থেকে মানব সম্পদ ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রী অর্জন করেন। শিক্ষাজীবন থেকেই লেখালেখির হাতেখড়ি। ২০১৬ সালে ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন এবং ‘চান্দিনা দর্পণ‘ নামক বাৎসরিক সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা করেন। তার লেখা ‘হিমালয় কন্যার দর্শনে’ ও ‘অতিথি বেশে পূণ্যভূমি চায়ের দেশে’ ভ্রমন কাহিনী বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। একাধিক দৈনিক ও অনলাইন পত্রিকায় ভ্রমন কাহিনী, লাইফ স্টাইল, ফিচার, ছোট গল্প এবং কবিতা প্রকাশিত হয়। ‘গহীনে শব্দ’ তার লেখা প্রথম কাব্যগ্রন্থ এবং কয়েকটি উপন্যাস প্রকাশিত হওয়ার অপেক্ষায় আছে।

4 thoughts on “না বলা কথা

  1. খুব গভীর অনুভূতি প্রকাশ হয়েছে কাব‍্যটিতে। অনেক ভালো লাগল।

  2. আর কি ফিরে পাওয়া হবে সে সময়, ফুটবে সেই ফুলে বৃতি,
    সে চৈত্র দুপুরের হাহাকার, শীতের সকালের বুনা স্বপ্নস্মৃতি! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।