স্বাদের তাল,
তালের মৌসুম হলো বর্ষাকাল
রসে তাড়ি হচ্ছে বহুকাল
তাড়ি খেয়ে হয় মাতাল!
স্বাদের তাল,
কেটে বেচে কচি তাল
সুস্বাদু শাঁস দামও আজকাল
শক্ত হলেই হয় তালবেতাল।
তালের স্বাদ,
তাল গুলিয়ে খেতে স্বাদ
সাথে মুড়ি আরও স্বাদ
বেশি লবণে পুরোটাই বাদ!
তালের স্বাদ,
তাল গুলিয়ে ভাজা বড়া
যার নাম তালের বড়া
ভাজা যদি হয় কড়া
খুবই সুস্বাদু তালের বড়া!
.
ছবিতে বিক্রেতা মো: সজীব। গোদনাইল, রসূলবাগ।
তাল গুলিয়ে ভাজা বড়া
যার নাম তালের বড়া
ভাজা যদি হয় কড়া
খুবই সুস্বাদু তালের বড়া!
আমার কাছে তালে বড়া খুবই ভালো লাগে, দাদা। তাই লেখাতে উল্লেখ করেছি।
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞচিত্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভালো থাকবেন।
সুন্দর উপমায় সাজানো এক নান্দনিক কাব্য l
সুন্দর মননশীল মন্তব্যের জন্য কৃতজ্ঞচিত্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দাদা। আশা করি ভালো থাকবেন।