ঘুম পায় আমার ঘুম পায়, তপ্ত দুপুর বেলা,
ইচ্ছে করে ভাসাই ঘুমপুরীতে স্বপ্ন ভেলা,
অফিস কর্ম ভুলে, ঘুম এ যেন জেগে স্বপ্ন দেখা,
তার চেয়ে বরং চা খাই, চা ছাড়া সুখ ফিকা।
চোখের পাতা ভারি,
ইচ্ছে হয় ঘুমের দেশে দেই পাড়ি
ইচ্ছেগুলো গুঁড়ে বালি,
চা কোথায় পাই, চা পেলেই হাতে
বুক জমিনে সুখ রোদ্দুর এক ফালি।
এসির হাওয়ায় ঘুমে ঢুলুঢুলু চোখ
কত বাধা এসে দাঁড়ায় সম্মুখ,
ঘুমের দেশে যায় না দেয়া পাড়ি,
আধ কাপ চা হলেও
সুখে ভরপুর মনের বাড়ী।
কত মানুষের আনাগোনা
এত ভিড়ে যায় না ঘুমের স্বপ্ন বোনা,
ঘুম চোখে যদি তাকায় কেউ উফ্ কেমন লাগে
এমন লগ্নে চা খেতেই বেশী ইচ্ছে জাগে।
অফিসের চেয়ারে বসে ঘুমে পড়ি ঢলে,
শান্তিগুলো ভেসে যায় ঘুমের জলে,
এদিক ওদিক করি ইতিউতি,
ধ্যৎ তার চেয়ে বরং চা হয়ে যাক
এক কাপ চা মনে ছড়ায় সুখের জ্যোতি।
আর যায় না পারা, চোখ যায় না রাখা খোলা,
এবেলা বুঝি ঘুমেই হলাম আত্মভোলা;
কেমন যেমন আলসে প্রহর ধরেছে আমায় ঝেঁকে
চোখ যায় নিদ্রাপুরী এ হয় না,
চা খেলেই যাবো চোখ ক্যানভাসে সুখ স্বপ্ন এঁকে।
কেমন যেমন আলসে প্রহর ধরেছে আমায় ঝেঁকে
চোখ যায় নিদ্রাপুরী এ হয় না,
চা খেলেই যাবো চোখ ক্যানভাসে সুখ স্বপ্ন এঁকে।