কিছুতেই চাপা দিয়ে রাখা যায়না দীর্ঘশ্বাস
কাঁপা কাঁপা ঠোটে
আজো যে লেগে আছে চুম্বনের নির্যাস…
নাদান প্রেমিক
মানা যায় না সভ্যতার কোন বিধান
অসভ্য নিবিড়তার তৃষ্ণায় জ্বলছে বুকের মরূদ্যান।
পাওয়া হয়নি কিছুই…
চাইলেই কি দিতে?
জীর্ণ সব প্রথা ছিন্ন করে
পারবে
পরকীয়ায় মাততে??
নাদান প্রেমিক
মানা যায় না সভ্যতার কোন বিধান
অসভ্য নিবিড়তার তৃষ্ণায় জ্বলছে বুকের মরূদ্যান।