মন কথনিকা-৪২৬৫
কাব্য লিখি তোমায় নিয়ে পড়লে না আর তুমি,
বিষাদ আর বিতৃষ্ণায় ভরা আমার মনের জমি,
সাহিত্যরস নেইকো মনে, নিরামিষ জন তুমি,
চিরকালই করে গেলে কেবল গুয়ার্তুমি।
মন কথনিকা-৪২৬৬
তিতে কথা বলে বলে করলে পাগল আমায়,
পাই না সাহস লিখতে, সময় মধ্যি পথে থামায়,
চুপ লুকিয়ে লিখি কাব্য খুব আনন্দে থাকি,
তোমার জন্য কাব্যের খাতায় ঘৃণা তুলে রাখি।
চুপ লুকিয়ে লিখি কাব্য খুব আনন্দে থাকি,
তোমার জন্য কাব্যের খাতায় ঘৃণা তুলে রাখি।