ও চন্দ্রপ্রভা তোর নাম দিয়েছি হিমু ফুল
বুঝিস না ভুল,
গায়ে হলুদ পাঞ্জাবি জড়িয়েছিস, উফ কী সুন্দর
তোদের দেখে সুখে উচ্ছল হৃদ বন্দর।
আমি কী রূপা হবো? তাহলে হয়ে যায় সাদা চন্দ্রমল্লিকা
রূপালী পাড়া সাদা শাড়ি পরে, জ্বালাই প্রেমের শিখা;
খুব ইচ্ছে হয় চন্দ্রপ্রভা তোদের ছুঁয়ে দেই
আমি চন্দ্রমল্লিকা….. একটু সুখ শিহরণ নেই।
এক ঝাঁক হিমু, এক ঝাঁক রূপা,
তোরা উঠে আসিস, খুলে দিলাম খোপা;
তোদের ছিঁড়ে ঝুলাবো চুলে,
কাঁদিস নে ব্যথা পেলেও ভুলে।
রূপার চুলে চন্দ্র প্রভা…
আজ না হয় পাক শোভা।
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)
রূপার চুলে চন্দ্র প্রভা… আজ না হয় পাক শোভা।