মহা গুজব!

124

মজার খেলা রে ভাই দেখি বসে আকাশে,
মেঘ দেয় হামাগুড়ি মাটি উড়ে বাতাসে।
মান কিনে ডাবগাছ জেগে তাল পুকুরে,
ছাগ গায় হুয়া হুয়া ব্যা ব্যা ডাকে কুকুরে।

মাছ খায় গাছে দোল উদ ঘুরে শুকানে,
নদী কাঁদে ধারা খোয়ে খাল ধায় উজানে।
বিলি দেয় রোজ ছানা মূষিকের আদরে,
ধান গাছে পান ধরে কলা খায় বাঁদরে।

মশা ভাঙে ঢাক ঢোল হাতিদের নাচাতে,
মাঠ হয় চৌচির বরষার আঘাতে।
ঠ্যাঙ তুলে ব্যাঙ নাচে বগীলার আসরে,
চাঁদ ঢালে দিনে আলো জোনাকির বাসরে।

শুয়ো পোকা কুয়ো খুঁজে সূর্যটা নিভিয়ে,
লোহা কাটে উঁই হেসে কটমট চিবিয়ে।
টুনি সেও পাশা খ্যালে পেঁচকের সু’ জবে,
অযথা দিও না কান তুমি শুধু গুজবে।

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

4 thoughts on “মহা গুজব!

  1. চমৎকার পদ্য কাব্য। এমন সরল লিখা মনকে হালকা করে দেয়। শুভ সকাল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সহজ  গুজব ভালো লাগলো 

    চিন্তা কিনতু সুদূর প্রসারি

    শুভকামনা  রইলো https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।