তাঁর হুকুম ছাড়া যদি
না নড়ে গাছের পাতা,
কার এমন শক্তি আছে
ছিন্ন করে কারোর মাথা?
তাঁর হুকুম ছাড়া যদি
হবেনা চন্দ্র-সূর্য উদিত,
কার এমন সাধ্য আছে
বিনা দোষে করবে দন্ডিত?
তাঁর হুকুম ছাড়া যদি
হবেনা দিন আর রাত,
কার এমন ক্ষমতা আছে
ঝরাবো শিলাবৃষ্টি আর বজ্রপাত?
তাঁর হুকুম ছাড়া যদি
হয়না জলোচ্ছ্বাস ঝড়-তুফান,
কারো কী এমন সাধ্য আছে
ভাঙবে ঐ দেবমূর্তি হনুমান?
তাঁর হুকুম ছাড়া যদি
হবেনা দিন আর রাত,
কার এমন ক্ষমতা আছে
ঝরাবো শিলাবৃষ্টি আর বজ্রপাত?
সৃষ্টাই সর্বশক্তিমান । ধন্যবাদ আপনাকে