ও পাখিরে যা না ওড়ে
ফুল নিয়ে তুই ঠোঁটে,
তারে দিবি পাখি, নইলে
মন যাবে আজ টুটে।
সাত সমুদ্দুর তেরো নদ
পার হয়ে তুই যাবি?
সেথায় গিয়ে পাখি জানিস?
তার দেখা তুই পাবি!
অদৃশ্য এক বন্ধু আমার
দেয় না দেখা এসে,
কোথায় জানি কোন সে সুখে
যাচ্ছে সে যে ভেসে।
কত কথা আছে জমে
বলতে ইচ্ছে তাকে,
তার জন্য তাই জমিয়েছি
কাব্য মনের তাকে।
ফুলের সাথে দেব চিঠি
পৌঁছিয়ে দিস তারে,
তুই ছাড়া আর এমন আবদার
রাখবো বলতো কারে?
পাখি তার জন্য ফুল রাখি
মনের জলে তাজা,
সেকী আমায় বলবে রাণী
হবে আমার রাজা।
কল্পপুরীর বাসিন্দা সে
মুখ চিনি না যে তার,
কেমনে বাজাই বল্ না পাখি
আমার প্রেমের সেতার।
কত কথা আছে জমে
বলতে ইচ্ছে তাকে,
তার জন্য তাই জমিয়েছি
কাব্য মনের তাকে।