বোবা

পোকাও পারে না মারতে
তার আঙুলগুলো আস্তে

সে লিখবে একটা পাতা
কিন্তু ভাববে এক-মাথা

সবার মাতৃভাষা আছে
আকাশ, শিমূলগাছের
তার নীচু চোখে গচ্ছিত
“বলার চেষ্টা করছি তো!”

সে বলবে একটা কথা
তাই ছড়িয়েছে শূন্যতা

1 thought on “বোবা

  1. এমন স্বতন্ত্র ঘরানার লিখা পাঠকের কাছে পৌঁছাতে কবিমনে দম লাগে। শুভেচ্ছা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।