গরমের এ কি ধার – আগুনও মানে যে হার
সূর্যটা কেন এতো রেগেছে!
মেঘেরা মেলে না ছাতা – অনড় গাছের পাতা
তবে কি বাতাস ভয়ে ভেগেছে!
পাখিদের ঠোঁট ফাঁক – গো ছাগ দেয় না হাঁক
ফসলের মাঠে নেই ছন্দ,
পাশাপাশি কাক হাঁস – ছায়ে করে হাঁসফাঁস
ভুলেছে বুঝি বা ওরা দ্বন্দ্ব।
বেহালে বাটের সার – ঘাট হারা আবদার
খালে বিলে পানি ঘামে থমকে,
ভীরু চিল উড়ে যায় – দাদু ভাবে খালি গায়
মুসাফির কেন ফিরে চমকে!!
গরমের এ কি ধার – আগুনও মানে যে হার
সূর্যটা কেন এতো রেগেছে!
মেঘেরা মেলে না ছাতা – অনড় গাছের পাতা
তবে কি বাতাস ভয়ে ভেগেছে!
অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল আন্তরিক !
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
অসাধারণ সৃষ্টি । মুগ্ধ হলাম প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।