শেষ সুযোগ

একটা সুযোগ তুমি চাও শেষবারের মত
পেতে দাও হাত ক্ষুধিত ভিক্ষুক হয়ে
আমি আরেকবার পৃথিবীর সেরা দাতা হই,
তোমায় পরিত্রাণ দিই নরক যন্ত্রনা থেকে।

কত পথ ঘুরে পাইনি তোমার দেখা
ক্লান্ত পায়ের পাতায় আর ঘুম নামেনি তেমন
অভিমান কখনো ক্রোধ হয়ে যায় সবে জানলাম
অবাধ্য মন অপেক্ষার জানালায় তবু রয় দাঁড়িয়ে।

ক্ষমা করতে হলে ভুলবার মত মনোবল চাই
গোধুলির ঐ বারান্দা কখন ভুলেছি কে জানে
এখন শুধু নির্ভেজাল অপেক্ষারা কথা বলে একটানা
কি করে আরো নমনীয় হতে হয়, দীক্ষা নিই।

তুমি এসো, আমি পৃথিবীর সেরা দাতা হই,
তুমি এসো, তোমায় পরিত্রাণ দিই নরক যন্ত্রনা থেকে।

2 thoughts on “শেষ সুযোগ

  1. তুমি এসো, আমি পৃথিবীর সেরা দাতা হই,
    তুমি এসো, তোমায় পরিত্রাণ দিই নরক যন্ত্রনা থেকে।
    ___ চমৎকার কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সুন্দর উপলব্ধির উচ্চারণ।

    অতিশয় হৃদয়ছোঁয়া।

    শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।