অশান্ত মন

283

১।
অশান্ত এই মন
করে শুধু বনবন
ভাবে বসে সারাক্ষণ
কী করি এখন?

২।
দিতে চায় ওজন
সেরে সেরে মণ
মেলে না যখন
গোলমাল বাধে তখন!

৩।
ভাবতে হয় ভীষণ
হিসাব নেবে মহাজন
মেলাবে কে এখন
সময়ও নেই বেশিক্ষণ!

৪।
তবুও ভাবে কিছুক্ষণ
ফাঁকি চলে কতক্ষণ
হাতে সময় অল্পক্ষণ
কী হবে যে কখন!

৫।
কে আছে আপন
কোথায় আপনজন প্রিয়জন
পরিজন আত্মীয়স্বজন বন্ধুগণ
কাছে নেই স্বজন।

৬।
বিপদে বন্ধুর লক্ষণ
ক্ষুধায় উচ্ছিষ্ট ভক্ষণ
লোভে কুমন্ত্র গ্রহণ
বিশ্বাসে মন্ত্র শ্রবণ।

৭।
এমনি করে কতোজন
ভাগ্যে সিংহাসনে আহরণ
জোটে ক্ষমতার আসন
ময়দানে বক্তৃতা ভাষণ।

৮।
বনে যায় রাবণ
কাঁপায় রাজনীতির অঙ্গন
দুর্নীতিতে গড়ে বিলাসভবন
চামচিকা করে তৈলমর্দন।

৯।
এভাবেই চলছে ভূবণ
মরছে দেশের জনসাধারণ
চালিয়ে যায় আন্দোলন
নিশ্বাস থাকে যতক্ষণ।

১০।
হোক না মরণ
চলুক দমন পীড়ন
করবো না পলায়ন
প্রভুকে করবে স্মরণ!

১১।
একজন দুইজন তিনজন
ক্ষমতায় আসে যতজন
তারাই করছে ভোজন
কে আছে আস্থাভাজন?

১২।
মেলেনা মনের মতন
এমনই হিসাবের ধরন
বোধহয় জীবনটা রণাঙ্গন
চলছে যুদ্ধ সর্বক্ষণ।

১৩।
থাকবেনা বেহিসাবি ধন
ধরবে দুর্নীতিদমন কমিশন
বিফল চেষ্টা প্রাণপণ
শ্রীঘরে করবে প্রেরণ।

১৪।
সরগরম আদালত প্রাঙ্গণ
হিসাব দাওরে মদন
কোথায় করছো ভ্রমণ
কী কী করছো গোপন?

১৫।
অবৈধ সোনাদানা বাসভবন
সেজেছো পুরোহিত ব্রাহ্মণ
কতনা নাট্য মঞ্চায়ন
উজাড় করেছো বনায়ন।

১৬।
খেয়েছ কতো শিল্পায়ন
খেয়েছ তেল চিনি লবণ
মেরেছ মানুষ যখনতখন
এবার হবে পতন।

১৭।
হোক সুন্দর ভূষণ
থাকুক সুন্দর কথন
দুষ্কৃতকারী হয়না পরিবর্তন
শুধুই মঞ্চ রূপায়ণ।

১৮।
বৈশাখে বাতাস সনসন
তীব্র বেগে আগমন
একসময় থামে ঝড়তুফান
শান্ত হয় আসমান।

১৯।
করজোড়ে করি পণ
হে প্রভু নারায়ণ
করো দুষ্টের দমন
গড়াও সুন্দর জীবন।

২০।
কর্মের ফলটা এমন
সুকর্মে মিষ্টি ফলন
দুঃখ কর্মের উপার্জন
সৎপথে করো গমন।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

4 thoughts on “অশান্ত মন

  1. হোক সুন্দর ভূষণ
    থাকুক সুন্দর কথন
    দুষ্কৃতকারী হয়না পরিবর্তন
    শুধুই মঞ্চ রূপায়ণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞচিত্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দাদা।

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।