হঠাৎ কেনো কচুর গালে লোডশেডিং
অন্ধকারে কি চুলকায়- তবু স্বপ্ন দেখি
উঠন জুড়ে হরেক রকম কচুর চাষে;
আমি বাবু পছন্দ করি কাঠকচু! জন্মে
থাকে গোলঘরের পিচু- ওলকচু ভাবো
তাই উন্নয়নে সবকিছু, কচুর জম নাই
এলার্জিটা মাঝে মাঝে ঘার ঘুরে কাঁদে
রক্তচক্ষু মন ভাবনা বিশ্বাস বাসি দেখে
রাত আটার পরে দোকানপাট বন্ধ কর
ঘরে বসে কচু ভর্তা লোডশেডিংয়ে মাখ।
০৫ শ্রাবণ ১৪২৯, ২০জুলাই’২২
কচু নিয়ে ভাবনা কিন্তু দারুণ হয়েছে, কবি। কচুবর্তা আমার খুবই প্রিয় খাদ্যের মধ্যে একটা।
আমারও ছিল কিন্তু এখন এলার্জি হয়
ভাল থাকবেন কবি দা—-
রাত আটার পরে দোকানপাট বন্ধ কর

ঘরে বসে কচু ভর্তা লোডশেডিংয়ে মাখ।
জি মুরুব্বী দা ধন্যবাদ
ভাল থাকবেন————
ভাই লোডশেড়িং জিনিসটা কী। খায় না পরে
উভয় হয় মহী দা ভাল থাকবেন