কচু ভর্তা

images কচু ভর্তা

হঠাৎ কেনো কচুর গালে লোডশেডিং
অন্ধকারে কি চুলকায়- তবু স্বপ্ন দেখি
উঠন জুড়ে হরেক রকম কচুর চাষে;
আমি বাবু পছন্দ করি কাঠকচু! জন্মে
থাকে গোলঘরের পিচু- ওলকচু ভাবো
তাই উন্নয়নে সবকিছু, কচুর জম নাই
এলার্জিটা মাঝে মাঝে ঘার ঘুরে কাঁদে
রক্তচক্ষু মন ভাবনা বিশ্বাস বাসি দেখে
রাত আটার পরে দোকানপাট বন্ধ কর
ঘরে বসে কচু ভর্তা লোডশেডিংয়ে মাখ।

০৫ শ্রাবণ ১৪২৯, ২০জুলাই’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “কচু ভর্তা

  1. কচু নিয়ে ভাবনা কিন্তু দারুণ হয়েছে, কবি। কচুবর্তা আমার খুবই প্রিয় খাদ্যের মধ্যে একটা।

    1. আমারও ছিল কিন্তু এখন এলার্জি হয়

      ভাল থাকবেন কবি দা—-

  2. রাত আটার পরে দোকানপাট বন্ধ কর
    ঘরে বসে কচু ভর্তা লোডশেডিংয়ে মাখ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি মুরুব্বী দা ধন্যবাদ 

      ভাল থাকবেন————

মন্তব্য প্রধান বন্ধ আছে।