সাধের জনম বৃথা যাবে মরণ হবে খল –
ঝরলে পাছে মায়ের চোখের জল!
সইবি নিঠুর ফল –
ঝরলে পাছে মায়ের চোখের জল!
দুখ সয়ে যে গর্ভে রেখে করলো রে যতন,
তারচে’ পরম ধন কি আছে অমূল্য রতন!
সেই মায়েরে রাখলে দোরে
উঠবে খোদার আরশ নড়ে
বইবে না আর সুখের বাতাস জ্বলবে রে অনল –
ঝরলে পাছে মায়ের চোখের জল!
যেজন করে আঘাত দিয়ে মায়ের বুকে ক্ষত,
বোধ যতোই থাক পিঞ্জিরা তার বিরান গৃহের মতো।
ডাক দিয়ে মা পায় না যে সুখ
জনমভর তার ফুরায় কি দুখ!
ব্যাকুল আশা ক্ষণ যা করে মান কেড়ে অচল –
ঝরলে পাছে মায়ের চোখের জল!
বাহ সুর কণ্ঠ এক সাথে হলে আর ভাল লাগবে কবি দা
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
ব্যাকুল আশা ক্ষণ যা করে মান কেড়ে অচল –
ঝরলে পাছে মায়ের চোখের জল!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন!