ঝরলে পাছে মায়ের চোখের জল! (গীতিকাব্য)

23

সাধের জনম বৃথা যাবে মরণ হবে খল –
ঝরলে পাছে মায়ের চোখের জল!
সইবি নিঠুর ফল –
ঝরলে পাছে মায়ের চোখের জল!

দুখ সয়ে যে গর্ভে রেখে করলো রে যতন,
তারচে’ পরম ধন কি আছে অমূল্য রতন!
সেই মায়েরে রাখলে দোরে
উঠবে খোদার আরশ নড়ে
বইবে না আর সুখের বাতাস জ্বলবে রে অনল –
ঝরলে পাছে মায়ের চোখের জল!

যেজন করে আঘাত দিয়ে মায়ের বুকে ক্ষত,
বোধ যতোই থাক পিঞ্জিরা তার বিরান গৃহের মতো।
ডাক দিয়ে মা পায় না যে সুখ
জনমভর তার ফুরায় কি দুখ!
ব্যাকুল আশা ক্ষণ যা করে মান কেড়ে অচল –
ঝরলে পাছে মায়ের চোখের জল!

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

4 thoughts on “ঝরলে পাছে মায়ের চোখের জল! (গীতিকাব্য)

  1. বাহ সুর কণ্ঠ এক সাথে হলে আর ভাল লাগবে কবি দা

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল সতত কবি দা!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. ব্যাকুল আশা ক্ষণ যা করে মান কেড়ে অচল –
    ঝরলে পাছে মায়ের চোখের জল! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন

      নিরাপদে থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।