মন তবে ক্যান অচিনপুর! (গীতিকাব্য)

12321

বিশ্বাসেই সে’ বস্তু মিলে
তর্কে নাকি বহুদূর –
মনটা আমার ক্যান তবে গো অচিনপুর!
মিঠা নয় কি গুড় –
মনটা আমার ক্যান তবে গো অচিনপুর!

থাকবো ভেবে সুখের আশায় হলাম গেছো ব্যাঙ,
ডাল নিলো এক বৈশাখী ঝড় ভাঙলো আমার ঠ্যাঙ।
কান্দি বসে গাছতলে আজ
যায় যদি ঢেউ খানিক দূর –
মনটা আমার ক্যান তবে গো অচিনপুর!

বুঝি না এই মায়ার খেলা দেয় কে সুতায় টান,
কার কারণে গায় ভোলামন শিকল গড়ার গান!

ভেন্না কাঠের নৌকা বেয়ে গাঙ হতে যাই পার,
অমনি গো চাঁদ গোসসা করে নেয় তুল জোয়ার!
বৈঠা ভাঙে মাতাল বাতাস
শুনতো যদি কেউ সে’ সুর –
মনটা আমার ক্যান তবে গো অচিনপুর!

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

6 thoughts on “মন তবে ক্যান অচিনপুর! (গীতিকাব্য)

  1. বুঝি না এই মায়ার খেলা দেয় কে সুতায় টান,
    কার কারণে গায় ভোলামন শিকল গড়ার গান! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কবি দা খুব সুন্দর অনুভব প্রকাশ 

    1. নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল কবি দা!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. সত্যিই অতুলনীয় লেখা মুগ্ধতা নিয়ে গেলাম

    1. ধন্যবাদ ও শুভ কামনা জানবেন অফুরাণ আন্তরিক!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।