“মনস্তাত্ত্বিক”

05713

অতীতের কিছু ভুলে
পোকা জন্মেছে মগজে,
চক্ষু লজ্জায় ডুবেছি বলেই
চোখ আজ খসে পড়ছে!

চিৎকার পৌঁছে গেছে
মস্তিকের পোকার কাছে,
যাদের গুনগুন আজ
তীক্ষ্ণ যন্ত্রনা বহন করছে!

মনের ঊর্ধ্বে চিত্ত বহন
আত্মমনে মনস্তাত্ত্বিক দহন!
অবিকল আত্মার শরীরে
অক্ষত রক্তের প্রবাহ,
উজ্জ্বল রঙের রশ্মিতে
মানব মস্তিক হয় বাষ্প!

আঘাতের আত্মঘাতে
পরিলক্ষিত আবরণ,
মানব মস্তিকে হয়
অনাগত রক্তক্ষরণ!

উষ্ণ মনে কুণ্ঠিত বিত্ত
হয় বিভীষিকায় সিক্ত,
যা অনবরত করে
মৃত্যু কে কুন্ন্ঠ!

উদ্দেশ্য: একটি মানব মন, মস্তিক ক্ষতবিক্ষত অবস্থায় কিছু আত্মঘাতিক সংলাপ যা মনস্তাত্ত্বিক এ রূপ নিয়েছে…!

2 thoughts on ““মনস্তাত্ত্বিক”

  1. লিখার ধরণটি আমার বেশ পছন্দ হয়েছে প্রিয় কবি আকাশ হাওলাদার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।