বর্ষা ছুঁয়ে যায় প্রেয়সীর অধর
শ্যাম পরবাসে আঁখি ঝরঝর
কভু যেও না আমারে ছাড়িয়া
শুধু ভরে থেকো আমায় চাহিয়া
গানের কলি ভাসে প্রান্তর জুড়ে
অধরে অধর ছোঁয় আনমনা সুরে
বাতায়নে জাগি হে আমার প্রিয়া
পাশে থেকে মোর ভরে দিও হিয়া
লাজে রাঙা তার চরণ দুখানি
ত্রস্ত নয়নে পশে বলাকা চাহনি
সিঁথিময়ূরে চমকে জ্বলজ্বল প্রভা
অতি আনন্দিত সৌন্দর্য্য বিভা
শ্যাম এস মোর বৈভব তিয়াসে
প্রজ্জ্বলকান্তি সমুজ্জল সহাসে
ভরে দিও সাজি ঝরা ফুল বাসে
আসিনু যে আমি তোমারি সকাশে
সুন্দর এবং সাবলীল অনুভবের কবিতা। ভালো থাকুন কবি বন্ধু।
অনেক অনেক ধন্যবাদ কবি ।