শ্যাম পরবাসে

164

বর্ষা ছুঁয়ে যায় প্রেয়সীর অধর
শ্যাম পরবাসে আঁখি ঝরঝর
কভু যেও না আমারে ছাড়িয়া
শুধু ভরে থেকো আমায় চাহিয়া

গানের কলি ভাসে প্রান্তর জুড়ে
অধরে অধর ছোঁয় আনমনা সুরে
বাতায়নে জাগি হে আমার প্রিয়া
পাশে থেকে মোর ভরে দিও হিয়া

লাজে রাঙা তার চরণ দুখানি
ত্রস্ত নয়নে পশে বলাকা চাহনি
সিঁথিময়ূরে চমকে জ্বলজ্বল প্রভা
অতি আনন্দিত সৌন্দর্য্য বিভা

শ্যাম এস মোর বৈভব তিয়াসে
প্রজ্জ্বলকান্তি সমুজ্জল সহাসে
ভরে দিও সাজি ঝরা ফুল বাসে
আসিনু যে আমি তোমারি সকাশে

2 thoughts on “শ্যাম পরবাসে

মন্তব্য প্রধান বন্ধ আছে।