সময় এখন যে, চিরস্থায়ী মনোভাব
লোভ লালসায় ঢাকে না তার খাপ;
মাছির মতো ছুটতে চায় অলিগলিতে
চোখে মুখে ফুটাবে নাকি সরিষা ফুল
সাহস হারাস না ধানশালিক- ফিঙ্গের
দিকে তাকিয়ে লাভ নেই- অলিগলিতে
উড়তেই হবে শালিক! মনের চারপাশে
ভেবে রাখ বেহেশত-ভাবো না জাহান্নাম
নাম- যশ খোঁজ না অলিগলি- বেহেশতে
ঐ দেখো এগে আসছে কর্মের ফলে সাপ।
০১ ভাদ্র ১৪২৯, ১৬ আগস্ট ’২২
মনের চারপাশে …
ভেবে রাখ বেহেশত-ভাবো না জাহান্নাম
নাম- যশ খোঁজ না অলিগলি- বেহেশতে
ঐ দেখো এগে আসছে কর্মের ফলে সাপ।
অশেষ ধন্যবাদ মুরুব্বী দা
ভাল ও সুস্থ থাকবেন——-
অনন্য উপস্থাপন। খুব ভালো লাগল।
অশেষ ধন্যবাদ মহী দা
ভাল ও সুস্থ থাকবেন——-
নিজ কর্মতেই ভালোমন্দ দুটোই। ভালো কর্ম ফল সুখকর, আর মন্দ কর্ম ফল কালসাপ!
খুব সুন্দর কবিতা
আরেকটু গভীরতা আনলে এটি আধ্যাত্মিকতার বানী হতে পারে।