ত্রিরত্ন

3001

(ক)
তোমার আত্মা হতে যেই প্রতিধ্বনি শুনি
আমি সেই সুর জানি
আমি চিনি তার রাগ, তাল
মৃদঙ্গ তালে আমি নাচি নিমগ্ন মাতাল।

(খ)
তোমার আত্মার সুরে যাদু আছে
তোমার আত্মার সুর শুনতে শুনতে আমি কবি হয়ে যাই
জানিনা সেই আত্মায় এই সুখ আমার সইবে কিনা।

(গ)
তোমার শিশির ভেজা বারান্দায় আমি শিউলি হয়ে আসবো
আমি তোমার নিঃশ্বাসে সাথে পৌঁছে যাবো তোমার প্রাণের স্পন্দনে
তোমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে আমি উম্মুল ঘ্রাণ ছড়াবো।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “ত্রিরত্ন

  1. তোমার শিশির ভেজা বারান্দায় আমি শিউলি হয়ে আসবো
    আমি তোমার নিঃশ্বাসে সাথে পৌঁছে যাবো তোমার প্রাণের স্পন্দনে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আসসালামু আলাইকুম স্যার…

      সময়ের অভাবে নীড়ে ফেরা হয় না। কিন্তু আত্মিক উপস্থিতি থাকে সব সময়। 

       

      ভালবাসা রইলো। 

  2. তোমার আত্মার সুর শুনতে শুনতে আমি কবি হয়ে যাই
    জানিনা সেই আত্মায় এই সুখ আমার সইবে কিনা।

    আমিও জানি না!

মন্তব্য প্রধান বন্ধ আছে।