বিপদের গায়ে ঠাণ্ডা বাতাসে
জল গড়ে না। মেঘলা মন
মাটির দোসর ঘাসফড়িঙে!
মনের দ্বারে দক্ষিণা আকাশ
পূর্ণিমা ফুরায়- বিপদ ফুরায় না
ঘার ঘাপটি মেরে থাকে রাস্তার
মোড়ে! অথচ মেঠোপথ ধু -ধু
শ্মশান, রাত গড়িয়ে দুপুর সন্ধ্যা;
অতঃপর বিপদ ছাড়ে না নদীর
চারিধার বালুচর কিংবা কাজল।
১৩ ভাদ্র ১৪২৯, ২৮ আগস্ট ’২২
জীবন ও প্রকৃতির অপূর্ব সমন্বয় কবি দা!
শুভ কামনা জানবেন সতত!
অনেক শুভেচ্ছা রইল
কবি লিটন দা
ভাল ও সুস্থ থাকবেন——
একটি ক্লাসিক কবিতা উপহার দিয়েছেন প্রিয় বাউল কবি।
অনেক শুভেচ্ছা রইল
কবি মুরুব্বী দা
ভাল ও সুস্থ থাকবেন——