ভালোবাসি তোমায়

2994

আর একটি বার
যদি তোমার দেখা পাই
বলেই দেবো আমি বলেই দেবো
ভালোবাসি, ভালোবাসি তোমায়।

সেই হঠাৎ দেখার একটু চাওয়া
ভুলিনি আজও আমি
এই শহর নগর খুঁজে চলি, জানিনা
কোথায় আছো তুমি।।

থেকো না তুমি আর আড়ালে
চলে এসো এই মনের মোহনায়।

বলেই দেবো আমি বলেই দেবো
ভালোবাসি, ভালোবাসি তোমায়।

এই হৃদয়ে আছো তুমি সারাক্ষণ
চোখে রেখে চোখ
এই শ্রাবণে এসো বন্ধু তুমি আমি
কিছু কথা হোক।

তুমি আমার নীল আকাশে স্বপ্ন ঘুড়ি
আমার হাতে নাটাই।
বলেই দেবো আমি বলেই দেবো
ভালোবাসি,ভালোবাসি তোমায়।

2 thoughts on “ভালোবাসি তোমায়

  1. এই হৃদয়ে আছো তুমি সারাক্ষণ
    চোখে রেখে চোখ
    এই শ্রাবণে এসো বন্ধু তুমি আমি
    কিছু কথা হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।