ভাদ্র মাসের গরম এসে ছুঁয়ে দেয় দেহ,
কড়া রোদ্দুর দেহে বুলায় উষ্ণতায় স্নেহ;
আকাশে নেই মেঘ আজ সারি সারি,
উষ্ণতায় বিতৃষ্ণা উফ অস্বস্তির হাওয়া মনের বাড়ি।
নদী কিংবা পুকুর ঘাটে
ইচ্ছে হয় বসে থাকি ইতি দিয়ে কর্মপাঠে
চলো পা ডুবিয়ে বসি জলে,
আকাশ দেখি সুখে থাকার ছলে।
কেমন যেন হাঁসফাঁস ক্ষণ, বিতৃষ্ণা মনের কোণে,
এই একটু যাও তো শুনে,
আকাশের কিনারে চোখ রেখে দেখো মেঘ নেই
এমন দিনে কাটছে না ক্ষণ আনন্দেই।
রিক্সায় ঘুরবে নাকি?
কর্ম ব্যস্ততাকে দিয়ে ফাঁকি,
খোলা আকাশের নিচে বসলে হয়তো সুখ আসবে ফিরে,
বড্ড গরম বইছে এই ছোট্ট নীড়ে।
আমি আকাশের মেঘে রাখতে চাই চোখ
যদি এক টুকরো মেঘ চলে আসে সম্মুখ
মুগ্ধতায় ভুলে যাবো গরমের উষ্ণতা,
কেটে যাবে যত বিতৃষ্ণার দৈন্যতা।
আকাশে মেঘ নেই অথচ শরত এসে হাজির,
নেয়ে ঘেমে কাপছি গরমে থিরথির;
চলো আকাশের নিচে গিয়ে দাঁড়াই
আনমনায় কিছুটা ক্ষণ সুখেতে হারাই।
.
(স্যামসাং এস নাইন প্লাস, পীঁরেরগাঁও মিয়াবাড়ী চুনারুঘাট)
আকাশে মেঘ নেই অথচ শরত এসে হাজির,
নেয়ে ঘেমে কাপছি গরমে থিরথির;
চলো আকাশের নিচে গিয়ে দাঁড়াই
আনমনায় কিছুটা ক্ষণ সুখেতে হারাই।
হাঁসফাঁসে জীবন ও প্রকৃতি এক বিন্দুতে!
হৃদয়ষ্পর্শী নিবেদন।
শুভ কামনা জানবেন সতত।