মন মন্দিরে
আজন্ম সন্ন্যাসের বাস
নির্ঘুম
দীঘল রজনী — ভবঘুরে দিবস
রোজ ফোটে ঘাস ফুলের আদলে
রোজ
ঝরে যায়…
রোজ কাঁদে মন..
বুকফাটা কটকটে তৃষ্ণায়!
ঘোর তপস্যায়
পেরুচ্ছি কণ্টকময় পথ
উপেক্ষা করে
জগত সংসারের তাবৎ নিয়ম নীতি
মোহগ্রস্ত দিনলিপি শেষে
ফিরি
নিরবতায়, অশ্রুত কবিতায়।.
জগত সংসারের তাবৎ নিয়ম নীতি
মোহগ্রস্ত দিনলিপি শেষে
ফিরি
নিরবতায়, অশ্রুত কবিতায়।