নদের মেঘ

pexe

টিনের চালে বৃষ্টির মেঘ
গড়ে গড়ে অবশেষে
ঐ অট্টালিকার ছাদ;
রোদ বৃষ্টি মিষ্টি হাসি
সবই তার পূর্ণিমা চাঁদ!
আলিঙ্গন শুধু হীরাপান্নার
দরজা জানালা এমন কি
সোনার পালঙ্কে কাঁথা বালিশ;
খানিকটা দুপুর সন্ধ্যা ভোর
শিশির ভেজা আগলা মন-
এখানেই নিকুঞ্জ বিষাদের উঠন
বর্ষা জলে ভরেছে নদের মেঘ;

২৭ ভাদ্র ১৪২৯, ১১ সেপ্টেম্বর ’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “নদের মেঘ

  1. দুপুর সন্ধ্যা ভোর
    শিশির ভেজা আগলা মন-
    এখানেই নিকুঞ্জ বিষাদের উঠন
    বর্ষা জলে ভরেছে নদের মেঘ;
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জি মুরুব্বী দা অনেক লাল গোলাপের শুভেচ্ছা রইল 

      ভাল থাকবেন—————-

  2. সজ্জিত বর্ণমালার নিপুণ অনুভূতির সংমিশ্রণে অসামান্য লেখনশৈলী ।
    মুগ্ধ হয়ে গেলাম

মন্তব্য প্রধান বন্ধ আছে।