নদীর জন্য এলিজি

উনচল্লিশ বছরে পরে
অভিশাপ মুক্ত হতে নদীর পাড়ে এলাম;
নদী কই এখানে তো ঝলমলে বিপণী!

কৈশোরের আবেগে অনিচ্ছা সত্ত্বে
জল বিয়োগ করেছিলাম
সেই পাপ উনচল্লিশ বছর ধরে কুরে কুরে খাচ্ছে।

অনিচ্ছার পাপ আমাকে স্বস্তি দেয়নি;
যারা ধর্ষণ করে হত্যা করে ফেলল
তারা কী করে সুখে থাকে!

ক্ষমা চাইবার আগেই নদীকে হত্যা করা হলো
জল বিয়োগের পাপ নিয়ে কবরে যেতে হবে।

ধর্ষকদের মৃত্যু হবে না, তারা অমর;
আরো অসংখ্য নদী ধর্ষিতা হওয়ার অপেক্ষায়।

1 thought on “নদীর জন্য এলিজি

মন্তব্য প্রধান বন্ধ আছে।