কবিতা

306

শান্ত এ নদী, থমকে যাওয়া জল;
তবুও নতুনের আনাগনায় থৈ থৈ পাড়
বহু শতাব্দীর পুরনো এই জলপথ
স্ব’গৌরবে বহমান স্মৃতির পরশ পাথর ছুঁয়ে
প্রকৃতির অনন্যশালী মহাকাব্য রচনা করছে।

2 thoughts on “কবিতা

মন্তব্য প্রধান বন্ধ আছে।