বন্ধু দিবসে আমার মনের কোণায়
উঁকি মারে কত প্রিয় মুখ;
কত বছর পরে কে যে তবে কোথায়
পেল সুখ নাকি শুধু দুখ।
নিয়ত মনে পড়ে এখনো তোমাদের
কাঁদি, বসি যখন একাকী;
পালিয়ে গেলে আকাশে ফেলে আমাদের
কি অপরাধে দিলে গো ফাঁকি।
আগে না হতো এ মোবাইল ফোনে কথা
কই টুইটার ফেসবুক;
ছিল তবু অটুট বন্ধন, মধুরতা
হত ভাগ সব দুঃখ সুখ।
আগে হতো ভাইয়ের হাতে এই রাখি
বোনকে দেখেছি তা পড়াতে;
সময় গিয়েছে পাল্টে আজ তবে দেখি
সখা বাঁধে তা বন্ধুর হাতে।
যান্ত্রিকতার এ যুগে বাড়ুক বন্ধুত্ব
বিশ্বের সব নরনারীতে;
হোক বন্ধুত্ব আর বাড়ুক এ মমত্ব
হোক বিশ্বটা এক বাড়িতে।
হোক বন্ধুত্ব আর বাড়ুক এ মমত্ব
হোক বিশ্বটা এক বাড়িতে।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী।

