আলহামদুলিল্লাহ সুস্থ আছি

309

চুমুকে তুলে নিয়ে তৃপ্তি, চোখ রাখি বন্ধ
আল্লাহর নিয়ামত নিয়ে ভাবি, আহা জীবনে কী সুখ ছন্দ,
নেই অন্ন বস্ত্র বাসস্থানের চিন্তা, কত সুখে আছি,
আল্লাহর দয়ায় এই তো অল্প ব্যথা বেশি সুখেই বাঁচি।

তবুও হা হুতাশে রেখে দেই মন
কষ্ট পাই অল্পতেই খুঁজি নির্জন,
তবুও বিতৃষ্ণা পুষে রাখি মনে,
ভাবি এই, চৈত্রের খরা ছুঁয়েছে মন উঠোনে!

চায়ের কাপে তুলে রাখি কত ভাবনার ছবি,
সুখে নেচে ওঠে সহসা দেহ পল্লবি,
দেহে ফিরে আসে কর্মের শক্তি,
আল্লাহর প্রতি শোকরিয়ার বাড়ে অনুরক্তি।

সকাল হলেই নিঃশ্বাস ফেলে বলি এই তো আছি বেঁচে,
হাত পা নেড়ে হাই তুলি, মন সুখে ওঠে নেচে,
ব্যস্ততাদের দূরে ঠেলে আমি অবসর খুঁজি,
এক বেলা অবসরে চায়ের কাপে ঠোঁট গুঁজি।

আমি চায়ের কাছে দুঃখ বিকিয়ে দেই
সুখ কিনি, সময় কেটে যায় আনন্দেই,
ছুটির দিনগুলো যেন ট্রেন, হুইসেল বাজিয়ে যায় দূরে
কিছু সুখ, কিছু অবসর দিয়ে সময় বাজে করুণ সুরে।

সময় চলে যায়, রেখে যায় এক চিলতে সুখ,
হয়তো ব্যস্ততা এসে দাঁড়াবে ফের সম্মুখ,
তবুও সুখে রেখেছেন আমার আল্লাহ্,
ভালো আছি, বেশ আছি আলহামদুলিল্লাহ।

.
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা।

2 thoughts on “আলহামদুলিল্লাহ সুস্থ আছি

  1. সুখে রেখেছেন আমার আল্লাহ্,
    ভালো আছি, বেশ আছি আলহামদুলিল্লাহ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।