দূর্গার বিদায় ক্ষণে

050438

পূজার দিনে চলছে আজি
সিঁদুর নিয়ে খেলা,
দেখে সকলে বহু প্রতিমা
কাটায় সারা বেলা।

মায়ের পায়ে সিঁদুর দিয়ে
মাখে এয়োর গালে।
মা খুশি যদি তবেই মেলে
ভালো সবার ভালে।

দুর্গা মার বিদায় আজ
যাবে বাপের বাড়ি,
সকলে তাই আঁখির জলে
দুঃখ পায় ভারী।

এই পূজোতে ধনী গরিব
খুব আমোদ করে,
ধুনুচি নাচে ও ঢাকঢোলে
নৃত্যে প্রাণ ভরে।

রঙিন শাড়ি নতুন জামা
সবার গায়ে গায়ে,
পাড়ায় দেখি মেয়েরা সব
আলতা রঙে পায়ে।

মাত্রাবৃত্তঃ ৫+৫ / ৫+২

1 thought on “দূর্গার বিদায় ক্ষণে

  1. এই পূজোতে ধনী গরিব
    খুব আমোদ করে,
    ধুনুচি নাচে ও ঢাকঢোলে
    নৃত্যে প্রাণ ভরে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।