ঘুমিয়ে আছি
অনাদিকাল থেকে
ঘুমের বুকে..
অতল যাপনের তৃপ্তিতে, বিভোর সুখে..
ঘুম ঘুম চোখে জাগি মাঝে মধ্যে
ক্ষুধার ‘খ’
তৃষ্ণার ‘ত’
আর মোহের ‘ম’ কে মেখে মেখে
এই আমি গমন করতে থাকি পরম মধুসূদনে
অনন্ত উদ্যানে
তলাতে থাকি….
যতক্ষণ না পারদের ফোয়ারা হতে
জন্মনিচ্ছে আত্মস্থ জোয়ার, ত্রিমাত্রিক নদ..
কলকল ধ্বনি
যতক্ষণ না শুনি প্রণয়কলহের অমৃত স্মর-
প্রাগৈতিহাসিক নিস্তব্ধতা ভেঙে
নশ্বর কবিতার বুকে উঠে আসা নাড়ীজ অক্ষর!..
1 thought on “নাড়ীজ অক্ষর”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
যতক্ষণ না শুনি প্রণয়কলহের অমৃত স্মর-
প্রাগৈতিহাসিক নিস্তব্ধতা ভেঙে
নশ্বর কবিতার বুকে উঠে আসা নাড়ীজ অক্ষর!