আকাশটারে ভালোবাসি

3118

আকাশটারে ভালোবেসে এই চলো না ঘুরে আসি,
সাত সমুদ্দুর তেরো নদী পার হয়ে যাই তেপান্তরে,
এই চলো না পাহাড় দেখি, ঝর্ণা ধারায় গিয়ে দাঁড়াই
রঙধনু রঙ আকাশ দেখি দুজন থাকি পাশাপাশি।

চলো না যাই পুকুর ঘাটে
জলের আয়নায় আকাশ দেখে
মন বাড়ীতে মুগ্ধতাদের
জড়ো করি এই দুপুরে।

যাবে নাকি নদীর পাড়ে
যেখানটাতে কাশফুলেরা
সাদা দাঁতে হেসে হেসে
বলছে ঢেকে আয় না কাছে আয় আয়।

মন সমুদ্দুর ব্যথার ঢেউয়ে
খাচ্ছে বাড়ি বুকের পাড়ে,
দাও কমিয়ে ব্যথার ছোঁয়া,
চলো না যাই নদীর ধারে।

দেখবো আকাশ মন উচাটন,
শুনতে পাও না মনের বায়না
কোথায় তোমার মন পড়ে রয়
সত্যি করে আজ বলো না।

এই শুনো না একটুখানি, এই রোদ বিকেল বেলা
পথে পথে চলো হাঁটি, আকাশ দেখিভার খাই হাওয়া
দেখি গিয়ে পাতার নাচন, হাওয়ার তোড়ে মেঘের ওড়া
এবার বাপু তৈরী হয়ে যাও, সুখে উচ্ছল মনের পাড়া।

.
(স্যামসাং এস নাইন প্লাস, পীঁরেরগাঁও মিয়াবাড়ী চুনারুঘাট)

2 thoughts on “আকাশটারে ভালোবাসি

  1. দেখবো আকাশ মন উচাটন, শুনতে পাও না মনের বায়না
    কোথায় তোমার মন পড়ে রয়, সত্যি করে আজ বলো না।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সুন্দর আকাশ প্রকৃতি সবমিলে দারুণ কবি আপু

মন্তব্য প্রধান বন্ধ আছে।