তার গড়ন

index গড়ন

মেঘ তুমি দাঁড়িয়ে থেকো না
ছুঁয়ে যাও মাটির দেহ পুস্পকল্লানে
গন্ধ ছড়ুক- এভাবেই ভেজা বৃষ্টি
আকাশ বুকে শান্তি থাকুক;
ক্ষিদে পেটে মনের রূপ বড়ই রসহ্যময়!
স্বরূপ চেতনার- গন্ধ ধীরে ধীরে বয়
কি নিয়ম তার, এক সময় কোথায় জানি
চলে যায় আর ফিরে না মন, কিন্তু
মিশ্রিত দেহটা কেমন মায়ায় রূপান্তর করে
এই হলো মন সংসারের সমারোহণ
মেঘ তুমি বলো কার সাথে চলন!
মন পিটে কি রেখে গেলে তার গড়ন।

০৭ কার্তিক ১৪২৯, ২৩ অক্টোবর ’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “তার গড়ন

    1. একরাশ গোলাপের শুভেচ্ছা নিবেন
      কবি শংকর দা !
      ভাল ও ‍সুস্থ থাকবেন——

  1. এই হলো মন সংসারের সমারোহণ
    মেঘ তুমি বলো কার সাথে চলন!
    ___ ভালো লিখেছেন প্রিয় বাউল কবি। :)

    1. একরাশ গোলাপের শুভেচ্ছা নিবেন
      কবি মুরুব্বী দা !
      ভাল ও ‍সুস্থ থাকবেন——

  2. সুন্দর একটা কবিতা উপহার দেয়ার জন্য বিশেষ শুভেচ্ছা

    1. জি কবি মহী দা
      পাঠে লাল গোলাপের শুভেচ্ছা নিবেন!
      ভাল ও সুস্থ থাকবেন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।