ইচ্ছে করে ছবি তুলি আকাশের, সব মেঘ করি বন্দি
একই জায়গায় রোজ ছবি তুলি, আরও তোলার করি ফন্দি,
মেঘগুলো রঙবাহারী, ইচ্ছেগুলো তাই যায় না মরে,
মেঘের আকাশ দেখলেই শান্তি ফিরে মন ঘরে।
ইচ্ছে করে মেঘেদের বন্দি করি চোখের আয়নায়
মেঘেরাও দুষ্ট ভারি হ্যাঁ মিলায় না আমার বায়নায়
মেঘরা কোথায় যায় উড়ে যায়,
মুগ্ধতারাও যায় দূরে যায়।
ইচ্ছে করে মেঘেদের পিঠে চড়ে দূর দেশে যাই চলে,
কত ইচ্ছে মেঘের মতই নিভে আর জ্বলে
মেঘের মাঝে মন রেখে দেই
মেঘ হতে আবার মন তুলে নেই।
এমন করে কাটে বেলা, মেঘদের দেখে দেখে,
কত কাব্য মেঘদের নিয়ে খাতায় রাখি লিখে;
রঙধনু রঙ কখনো বা মেঘের মাঝে ভাসে,
সূর্যটা তখন মেঘের ফাঁকে হাসে।
মেঘদের নিয়ে থাকি ইচ্ছে আমি সারাবেলা,
ইচ্ছে করে মেঘদের দেশে ভাসাই ইচ্ছে ভেলা;
মেঘরা আমায় সুখী করে,
আলো জ্বালায় মনের ঘরে।
আকাশজুড়ে মেঘের দঙ্গল, ওড়ে আবার ঘুরে,
নীলের বুকে রাখি দৃষ্টি দেখা যায় যতদূরে,
মেঘরা আসে মেঘরা যায়, বেলা আমার যায় পড়ে,
চোখে নিয়ে মেঘের স্মৃতি ফিরে আাসি ঘরে।
(স্যামসাং এস নাইন প্লাস, পীঁরেরগাঁও মিয়াবাড়ী চুনারুঘাট)
মেঘরা আসে মেঘরা যায়, বেলা আমার যায় পড়ে,
চোখে নিয়ে মেঘের স্মৃতি ফিরে আাসি ঘরে।