মাঝে মাঝে জানান দিই আমার অস্তিত্ব। বলি, বেঁচে আছি
ভালো আছি কী না- জানি না, তবে আছি- এখনও আছি।
থাকা খুব জরুরি নয়,
ঘুম এবং ঘূর্ণির ভেতর
গদ্য এবং গন্দমের ভেতর
গহীন এবং ঘনত্বের ভেতর…
তবু চিরদিন থাকবো না বলেই, বলি-
আছি, আমিও আছি।
অনেক কথা না জানালেও পারি, অনেক
দুঃখের উষ্ণতা, না ছুঁয়ালেও পারি সমুদ্রের গায়ে
যারা প্রেমশাসিত বনের বাসিন্দা, যারা বিবাগী
পাহাড় পোষে বুকে, জানি তারা শুনতে চাইবে না
আমার অপ্রেমিক জীবনের মেঘগল্প,
তবু বলি, আছি- আমিও আছি সন্ধ্যের গল্পসভায়।
সুন্দর কবি দা
মাঝে মাঝে জানান দিই আমার অস্তিত্ব। বলি, বেঁচে আছি
ভালো আছি কী না- জানি না, তবে আছি- এখনও আছি।