যারা পাহারা দেয় ঝড়

আমি তোমার পরিচিত নই, সেকথার ইতিবৃত্ত
না বললেও চলবে,
তুমি আমার পরিচিত- তা বলার জন্যই এই মুক্ত
আকাশের দিকে তুলেছি আঙুল
আর বলেছি- আকাশ নগ্ন হলে রমণীর দু’চোখ
ক্রমশ জলে ভিজে যায়।

বৃষ্টি একাই মধ্যরাতে দেখে সেই জলের প্রকার
যারা পাহারা দেয় ঝড়, যারা বজ্রের চারপাশে
লিখে রাখে নিজ প্রেমিকার নাম,
পরিণত আলোর মুখোমুখি দাঁড়িয়ে আমি শুধু
এটুকুই বলি–
একদিন আমিও পাতার আখরে সেই নাম
লিখে রেখেছিলাম।

2 thoughts on “যারা পাহারা দেয় ঝড়

  1. কবিতার নৈপুণ্যতা ভাবনার ঘোর তৈরি করে
    নিঃসন্দেহে এটি একটি ভালো কবিতা
    শুভ কামনা রইল আপনার জন্য।

  2. এটুকুই বলি–
    একদিন আমিও পাতার আখরে সেই নাম
    লিখে রেখেছিলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।