ধূম্রজালে
বুঁজে আছে পথ
বক্র নীলে
নিঃসীম জলদি
অন্তিম শয়নে
রিক্ত তরণী
বিমর্ষ নদী..
বিষাক্ত নখ
আদিম বুকে
এঁকে দেয় কষ্টের আঁচড়!
অনুক্ত আর্তনাদ
ছুঁয়ে যায়
দীঘল ক্রোধ দিগন্ত অবধি!
আহত মন
পরতে
পরতে
অগাধ শূন্যতা…
নিরঞ্জন মিথ
ব্যাকুল রাতে
বেরিয়ে পড়ে
অজানা পথে
অনিশ্চিত ভবিষ্যত!
নিরঞ্জন মিথ. ব্যাকুল রাতে. বেরিয়ে পড়ে
অজানা পথে … অনিশ্চিত ভবিষ্যত!