ঘুমের আকাশে স্বপ্ন ওড়ে

3122

দুপুরের ভাতঘুমে যাই আর আকাশ দেখি না,
আকাশ দেখে মনের খাতায় আর কাব্যে লিখি না,
তুমি তাকিয়ে থেকো না মুখপানে,
আমি ঘুম যাই এবার স্বপ্ন টানে।

স্বপ্নঘোরে দেখে নেব আকাশ
পারি না আর জাগতে, এক নদী দীর্ঘশ্বাস,
আমায় জাগিয়ে রাখতে চাও?
বন্ধু তবে এক কাপ চা বানাও।

চলো দুপুরের আকাশ দেখি দুজন মিলে,
হাত রাখি দখিন দাওয়ার গ্রিলে,
বেহুদা ঘুম এসে অবেলা জ্বালাচ্ছে খুব,
আর ছাড়তে পারছি না আকাশ দেখারও লোভ।

মধ্য দুপুরের আকাশ আহা কী যে সুন্দর,
হাজার মেঘের দল দেখলেই সুখী হৃদ বন্দর ;
কিছু খেতে দাও, কুড়মুড়ে চিপস অথবা মুড়ি,
এবেলা বন্ধু হতে চাই দুপুরের ঘুড়ি।

ঘুমের চোটে দেখি না আর কিছু
স্বপ্ন বুঝি এই নিলোরে পিছু;
কপালে পড়ে যায় ভাজ, চোখ খোলা রাখতে গেলে,
বন্ধু মাথাটা যেন এলেবেলে।

তবু্ও আকাশ দেখবো, তুমি সাহায্য করো যদি,
কলকল সুখ যাবে বয়ে, উচ্ছল বুকের নদী,
মেঘের মত মন আমার, জানো তো আবেগে ভরপুর,
আসো উপভোগ করি ভাদ্র মাসের একটি দুপুর।

.
(স্যামসাং এস নাইন প্লাস, পীঁরেরগাঁও মিয়াবাড়ী চুনারুঘাট)

1 thought on “ঘুমের আকাশে স্বপ্ন ওড়ে

  1. চমৎকার মুঘে মুঘে গ্রামের প্রকৃতি প্রেম কবি আপা

    ভাল থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।