ডেকেছিলে, বাসন্তীবাদলে

তুমি আমার নাম জানতে না। জানতে না- কোথায় যেতে চাই
কিংবা বৃক্ষে হেলান দিয়ে কখন ঘুমিয়ে পড়তে পারি-জানতে না
সেই সম্ভাবনাও। তবু ডেকেছিলে। হাওয়ায় উড়িয়ে দিয়েছিলে,
কয়েক টুকরো সুরমার ঢেউ। কিংবা লেখকদের যেমন স্বপ্ন থাকে-
ঠিক তেমনি, তুমি হতে চেয়েছিলে স্বপ্নময়। কোনো এক বাসন্তীবাদলে।

আমি ফালগুণের অপেক্ষা কখনও করিনি। বরং যে চৈত্র আমার
বুক চৌচির করে গিয়েছিল-তাকেই বলেছি বসন্তের যৌবন। একক
যাত্রাপালায় কথন শুনে শুনে, আমিও হতে চেয়েছি রাজা-উজির।
ফাঁকা মাঠে নিজের ছায়া মাড়াতে মাড়াতে,
এক বিনয়ী দুপুরের কাছে হয়েছি সমর্পিত-থির।

4 thoughts on “ডেকেছিলে, বাসন্তীবাদলে

  1. তাকেই বলেছি বসন্তের যৌবন। একক
    যাত্রাপালায় কথন শুনে শুনে, আমিও হতে চেয়েছি রাজা-উজির। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।