গোধূলি -এক

313

আজও পৃথিবীতে গোধূলি এসে নামে,
পল্লবের ফাঁকে শিস দিয়ে পাখিরা দেশে গ্রামে
দুলিয়ে যায় বাতাসের শরীর,
সুখের মতো কচি ঘাসে শিশির ঝরে পড়ে শবরীর
মতো, তাতে ফুটে থাকে সূর্যের অফুরন্ত দেয়ালা।
কার্তিকেয় বাতাস এখন প্রথম প্রেমের মতো মেদুর, আর
সবুজ প্রান্তরের উপর গড়িয়ে গেছে অলৌকিক
এক বিভার পেয়ালা –
হিমেল গন্ধ মেখে সকালে রোদ্দুরের সঠিক পরিমাপে ধানে গর্ভসঞ্চারের আবেশে যে বিভা জন্মায় ঋতুকালে।

এবার মাঠে মাঠে অনাগত অন্নের প্রস্তুতি

গোধূলি -দুই
সমস্ত সুসংবেদ ভেঙে ঠগ প্রতারক বা হত্যাকারীরা রক্তের গন্ধ শুঁকে জেঁকে বসে কুকুরকুন্ডলীতে –
বাতাসের প্রবাহে পেতে রাখে কান।
সেসব বোঝে বুঝি একাকী ঘোড়াও; সে ম্রিয়মাণ,
ম্লান চোখে চেয়ে থাকে তীর্যকপতন গোধূলি রোদের বর্শার দিকে, গোধূলির সুরে মাথা নেড়ে
অন্ধকারে গোপন ডানায় যায় ভ্রমণে ;
যতদূর যেতে পারে মানুষ – ক্ষিয়মান,
দেখে নেয় দিনের আলোয় ঢেকে রাখা সব সত্যি

আমাদের একাকী সূর্যের সারথি

2 thoughts on “গোধূলি -এক

  1. সবুজ প্রান্তরের উপর গড়িয়ে গেছে অলৌকিক
    এক বিভার পেয়ালা –
    হিমেল গন্ধ মেখে সকালে রোদ্দুরের সঠিক পরিমাপে ধানে গর্ভসঞ্চারের আবেশে যে বিভা জন্মায় ঋতুকালে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. চমৎকার এক অনুভূতির ছোঁয়া

    অনেক শুভ কামনা জানাই কবি দিদি

মন্তব্য প্রধান বন্ধ আছে।