দেহের আনাচে কানাচে
খড় জ্বরের প্রভাব পরেছে;
দৃষ্টির কাছাকাছি প্রেমের
সাগর জুড়ে স্বপ্ন বিল ভেসে
যাচ্ছে- সোনালি এলার্জির ব্যথা
শিশির সিক্ত ভোরের অঞ্জলি;
উত্তাপ থেকে উত্তল সারাবেলা
কৃষ্ণচূড়া রাঙা পথে উষ্ণতা
তবু থামাতে পারি না রাতের গুঞ্জ
স্বপ্ন ভেজা প্রণয়ের খড় জ্বর!
১৪ কার্তিক ১৪২৯, ৩০ অক্টোবর ’২২
আপনার হাতের স্বতন্ত্র চেতনা এবং শব্দ ভাবনার লিখা পড়তে ভালোই লাগে।
পাঠে লাল গোলাপের শুভেচ্ছা নিবেন
কবি মুরুব্বী দা !
ভাল ও সুস্থ থাকবেন—-
অনন্য সুন্দর অনবদ্য উপস্থাপন
পাঠে লাল গোলাপের শুভেচ্ছা নিবেন
কবি মহী দা !
ভাল ও সুস্থ থাকবেন—-
লেখাটি ভাল ৷ খড়> খর, পরেছে > পড়েছে হবে মনে হয় ৷
পাঠে লাল গোলাপের শুভেচ্ছা নিবেন
শংকর দা !
ভাল ও সুস্থ থাকবেন—-