খড় জ্বর

d5a

দেহের আনাচে কানাচে
খড় জ্বরের প্রভাব পরেছে;
দৃষ্টির কাছাকাছি প্রেমের
সাগর জুড়ে স্বপ্ন বিল ভেসে
যাচ্ছে- সোনালি এলার্জির ব্যথা
শিশির সিক্ত ভোরের অঞ্জলি;
উত্তাপ থেকে উত্তল সারাবেলা
কৃষ্ণচূড়া রাঙা পথে উষ্ণতা
তবু থামাতে পারি না রাতের গুঞ্জ
স্বপ্ন ভেজা প্রণয়ের খড় জ্বর!

১৪ কার্তিক ১৪২৯, ৩০ অক্টোবর ’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “খড় জ্বর

  1. আপনার হাতের স্বতন্ত্র চেতনা এবং শব্দ ভাবনার লিখা পড়তে ভালোই লাগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. পাঠে লাল গোলাপের শুভেচ্ছা নিবেন
      কবি মুরুব্বী দা !
      ভাল ও ‍সুস্থ থাকবেন—-

    1. পাঠে লাল গোলাপের শুভেচ্ছা নিবেন
      কবি মহী দা !
      ভাল ও ‍সুস্থ থাকবেন—-

    1. পাঠে লাল গোলাপের শুভেচ্ছা নিবেন
      শংকর দা !
      ভাল ও ‍সুস্থ থাকবেন—-

মন্তব্য প্রধান বন্ধ আছে।