সিরিজ কবিতাঃ প্রিয় সাহেব অংশ বিশেষ

3111

স্বপ্নগুলো ওই আকাশে আটকে থাকে বলেই
খুঁজিনা অন্য আকাশ
খুঁজিনা ফাইভ ষ্টার হোটেল, রেস্টুরেন্ট
মেনু কার্ডে থাকেনা দামি খাবার
বরং আপনাকে পাশে পেলে
ভালো লাগে সবুজ বন
দুরন্ত ছুটে চলা পথ
নদীর ধার আর খানিক বসে থাকা সময়ে
দুই কাঁপ রাজসিক মটকা চা।

2 thoughts on “সিরিজ কবিতাঃ প্রিয় সাহেব অংশ বিশেষ

  1. ভালো লাগে সবুজ বন
    দুরন্ত ছুটে চলা পথ
    নদীর ধার আর খানিক বসে থাকা সময়ে
    দুই কাঁপ রাজসিক মটকা চা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. চমৎকার  এক উপলব্ধিকর

    অনেক শুভ কামনা রইল—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।