নিক্ষেপ করার জন্য যে জল আমার হাতে
তুলে দিয়েছিলে, তা হয়ে গিয়েছিল শিলা।
দ্রোহের ধানে ধানে সাজাতে চেয়েছিলে যে হেমন্ত,
তা হয়ে গিয়েছিল ধূসর কার্তিকের সূর্য।
আমি সেই সূর্যের মুখোমুখি দাঁড়িয়ে একটি পলাতক
দোয়েলের চোখের দিকে তাকিয়েছিলাম। আমার
অনটন, আমাকে দূরে সরিয়ে রেখেছিল
সকল উৎসব থেকে।
একদিন নদীর বুকেও অসংখ্য পাথর ভেসেছিল..
দেখেছিলে তুমি?
সবকিছু হারাতে হারাতে মানুষ যেটুকু কুড়ায়,
তার নাম পাথর
মাঝে মাঝে বসন্তকে ভেদ করে যে দমকা হাওয়া
তার নামও ঝড়।
সবকিছু হারাতে হারাতে মানুষ যেটুকু কুড়ায়,
তার নাম পাথর
মাঝে মাঝে বসন্তকে ভেদ করে যে দমকা হাওয়া
তার নামও ঝড়।